শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ইন্দুরকানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

ইন্দুরকানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানীতে শার্ট কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মো: তুহিন শিকদার (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন একই এলাকার ফল ব্যবসায়ী আব্বাস শিকদারের ছেলে। সে উপজেলার রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পিতা আব্বাস শিকদার জানান, গতকাল দুপুরে তুহিন শার্ট কেনার জন্য টাকা চেয়েছিল। তখন কয়েকদিন পরে ঢাকা থেকে ভালো শার্ট কিনে দেয়ার জন্য বলেছিলাম। পরে শার্ট কেনার টাকা না পেয়ে অভিমান করে ঘরে থাকা চাউলের বিষাক্ত ট্যাবলেট পান করে। তখন তুহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মো:রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে তুহিন শার্ট কেনার জন্য তার বাবার  কাছে টাকা চেয়েছিল। তখন তার বাবার কাছে টাকা ছিল না। তাই কয়েক দিন পর ঢাকা থেকে শার্ট কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বাবা। পরে শার্ট কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে চাউলে দেয়া বিষাক্ত ট্যাবলেট পান করে আত্মহত্যা করে। ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুল ছাত্রের আত্মহত্যার খবর শুনেছি। ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন