মঙ্গলবার, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ার মৎস্য বন্দরে তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ার মৎস্য বন্দরে তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে  বরফ মিল চালু ও বরফ বিক্রির অভিযোগে তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ও কলাপাড়া মৎস্য বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান,  ২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর গোপনে এক শ্রেণির অসাধু জেলেকে রাতের আঁধারে বরফ সরবরাহ করে মাছ শিকারে উৎসাহিত করছে এ বরফ মিল মালিকরা।

এ সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তারা এ অভিযান চালায়।

 এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে আলীপুরের ভাই ভাই আইস প্লান্টের মালিক বেল্লাল খানকে ১৫ হাজার, জমজম আইস প্লান্টের মালিক কবির হোসেন কে ১৫ হাজার ও এ কে আইস প্লান্টের মালিক আনোয়ার খানকে ১৫ হাজার টাকা জরিমানা করে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  মৎস্য ও মৎস্য পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৩) লঙ্ঘন করায় তিন বরফ মিল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে ও স্থলে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন