নড়াইলে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিশ্ব মতুয়া পরিষদ বাংলাদেশের কার্যকরী সভাপতি ডাক্তার সুধাংশু শেখর মালাকার এবং প্রধান আলোচক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কালীপদ মৃধা।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-বিশ্ব মতুয়া পরিষদ বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার প্রণব কান্তি সরকার, মতুয়া নমিতা বিশ্বাস, তাপস বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, মতুয়া প্রকৌশলী হীরেন সুজন, সন্দীপ রায়, মতুয়া নিউটন বিশ্বাস, সমীরণ মন্ডল, সুমন মন্ডল, সন্তোষ কুমার, রতন মন্ডল, মতুয়া নৃপেন্দ্রনাথ, মৃদুল বিশ্বাস, মিঠুন বিশ্বাস টুটুল, অমৃতা বিশ্বাসসহ অনেকে।
বক্তারা, মতুয়া অরবিন্দ বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন। সবাইকে নীতি আদর্শ মেনে ভালো কাজের পরামর্শ দেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ, নড়াইলসহ বিভিন্ন এলাকা থেকে মতুয়াভক্তরা জড়ো হন। এছাড়া প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। #