শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নিহত

ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নিহত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা। ক্ষেপণাস্ত্রটি সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত গ্যালিলি অঞ্চলে মোশাভ (সম্মিলিত কৃষি সম্প্রদায়) মার্গালিওটের একটি বাগানে আঘাত হানে বলে উদ্ধারকারী পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর মুখপাত্র জাকি হেলার জানিয়েছেন। হামলায় নিহত ওই ভারতীয়র নাম পাটনিবিন ম্যাক্সওয়েল। তিনি কেরালার কোল্লামের বাসিন্দা। তার মৃতদেহ জিভ হাসপাতালে শনাক্ত করা হয়েছে বলে সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এছাড়া আহত দুই ভারতীয়র নাম বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পিটিআই বলছে, সোমবার এই হামলাটি লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চালিয়েছে বলে মনে করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হামাসের সমর্থনে গত বছরের ৮ অক্টোবর থেকে প্রতিদিন ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হামলায় মোট সাতজন বিদেশি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তাদের অ্যাম্বুলেন্স ও ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বেইলিনসন, রামবাম এবং জিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন