রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭মার্চ সকাল ১০ঃ০০ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে স্হাপিত জাতিরজনকের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, রাজারহাট হাসপাতাল, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা স্কাউটস্, প্রেসক্লাব রাজারহাট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাজারহাট থানার ওসি তদন্ত মোঃ ওয়াহেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ সোলায়মান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সভাপতি মোঃ সেকেন্দার আলী বাবলু, রাজারহাট মডেল প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ। শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।