বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রমজানে যেভাবে আমলের পরিকল্পনা করবেন

রমজানে যেভাবে আমলের পরিকল্পনা করবেন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  রমজান আমল ইবাদত এবং পরকালের পুঁজি সঞ্চয়ের মৌসুম। এ সময় বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমলের পাল্লা ভারী করার পাশাপাশি গুনাহ মাফের চেষ্ট করা উচিত প্রত্যেকের। কারণ, রমজানেও যে ব্যক্তি নিজেকে গুনাহমুক্ত করতে পারে না তার জন্য আফসোস প্রকাশ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।  এক হাদিসে তিনি বলেছেন ‘ওই ব্যক্তির নাক ধুলোধূসরিত হোক, যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।’ (সুনানে তিরমিজি, হাদিস, ৩৫৪৫)।  অপর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বরে ওঠার সময় তিনবার ‘আমিন’ বললেন। এখানে তো দোয়া করা হয়নি বা সূরা ফাতেহা তেলাওয়াত করা হয়নি, তাহলে আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল! মিম্বরে আরোহণের সময় আমরা আপনাকে এমন কিছু বলতে শুনেছি, যা আর কখনো শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিম্বরে ওঠার সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তিনটি বদদোয়া করেছেন। আমি সে বদদোয়াগুলোর পর আমিন বলেছি। প্রথম বদদোয়া হলো : আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই ব্যক্তি যে রমজান পেল, কিন্তু গোনাহ মাফ করাতে পারল না। দ্বিতীয় বদদোয়া হলো : ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, যার সামনে আপনার নাম আলোচিত হয়েছে, অথচ সে দুরূদ পাঠ করেনি। জিব্রাইল আলাইহিস সালাম তৃতীয় বদদোয়া করেছিলেন : ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক যে তার বাবা-মা উভয়কে বা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি। (মাজমাউয যাওয়ায়েদ, হাদিস, ১৭৩১৭)।   রমজানে গুনাহ মাফ করিয়ে নিজেকে নিষ্পাপ করতে আগে থেকেই রমজান কেন্দ্রিক আমলের পরিকল্পনা সাজানো যেতে পারে। এতে সহজেই আমল করা যাবে। আমলের পরিকল্পনাগুলো যেভাবে সাজাতে পারেন—

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন