বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শ্রীপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ফেরার পথে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহতের স্বজনরা জানান, শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামের শহিদুল ও এহসানুলদের সঙ্গে আবদুল্লার পরিবারের জমি ও অর্থ লেনদেন নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছিল। শনিবার (৯মার্চ) বিকেলে আবদুল্লাহ স্থানীয় মেধাবিকাশ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যান। সেখানে শহীদুলের লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ওই অনুষ্ঠানে থাকা লোকজন তাদের তাদের ঝগড়া মীমাংসা করেন দেন। কিছু সময় পর আবদুল্লাহ বাড়ি ফেরার পথে শহিদুল, এহসানুল তাদের ৮-১০ জন সহযোগী নিয়ে আবদুল্লাহকে টেনে হিঁচড়ে বাঁশবাড়ি বাজারের পাশে নিয়ে পিঠে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত সোয়া ৮টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হোসাইন জানান, স্বজনরা আবদুল্লাহকে রাত সোয়া ৮দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন