মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সূরা বাকারায় বর্ণিত কোরআনের ৪ দোয়া

সূরা বাকারায় বর্ণিত কোরআনের ৪ দোয়া

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আল্লাহ তায়ালার কাছে চাওয়া, দোয়া করা গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। বান্দা আল্লাহ তায়ালার কাছে এ বিষয়টি আল্লাহ তায়ালা পছন্দ করেন। যারা আল্লাহর কাছে চায় না তিনি তাদের ওপর অসন্তুষ্ট হন। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, তার ওপর তিনি অসন্তুষ্ট হন। (সুনানে তিরমিজি, হাদিস, ৩৩৭৩) পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব।’ (সূরা গাফির, আয়াত, ৬০) অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ‘আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই, যখন সে আমাকে ডাকে।’ (সূরা বাকারা,  আয়াত, ১৮৬) কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতে আল্লাহ তায়ালা পূর্ববর্তী নবীদের দোয়া বর্ণনা করে আমাদের দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এখানে সূরা বাকারায় বর্ণিত চারটি দোয়া তুলে ধরা হলো—

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন