শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রোজাদারের জন্য হাদিসে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে

রোজাদারের জন্য হাদিসে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেছেন, রোজা ছাড়া বান্দার সকল ইবাদত তার নিজের জন্য। রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দিব। (সহিহ বুখারি, হাদিস : ৫৯২৭)। একজন মানুষের জন্য এর থেকে সৌভাগ্যের আর কিছু নেই যে, সারা জাহানের মালিক, সকল কিছুর সৃষ্টিকর্তা, রাহমানুর রাহিম সন্তুষ্ট হয়ে নিজেই তাকে প্রতিদানের ঘোষণা দিয়েছেন। এ থেকেই রোজার মর্যাদা অনুমান করা যায়। রোজাদারের জন্য একাধিক হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে রাসূল সা. জান্নাতের নেয়ামত সম্পর্কে বলেছেন, আল্লাহ তায়ালা বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছেন যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান কখনো শুনেনি এবং কোন অন্তর যা কখনো চিন্তাও করেনি।…(মুসলিম শরিফ, ৬৮৭২)  রোজাদারের জন্য হাদিসে একাধিক পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। এখানে তার বিবরণ দেওয়া হলো—

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন