বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় একবছর পর সাদা পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান। তাই এ ম্যাচে কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে। এদিকে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ১০৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। এর আগে ২২ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসান। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাসানের অভিষেক হয়েছিল। পরের বছরের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। সাকিব আল হাসান ও হাসান মাহমুদকে জায়গা করে দিতে বাদ পড়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। অপরদিকে লঙ্কান একাদশে চোটের কারণে কাসুন রাজিথা এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে তার পরিবর্তে ডাক পাওয়া আসিথা ফার্নান্দোকে এবার একাদশেও রাখা হয়েছে।

বাংলাদেশ দল
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ
দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন