বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দৌলতপুরে খেজের আলী হত্যা রহস্য উন্মোচন করল পিবিআই

দৌলতপুরে খেজের আলী হত্যা রহস্য উন্মোচন করল পিবিআই

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের বৃদ্ধ খেজের আলী নিজ সন্তান আনোয়ারের হাতে খুন হয়েছিলেন। রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত আনারুল কে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে। পিবিআই জানায়, গত বছরের ৭ অক্টোবর নিজ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে খেজের আলীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই নাজির আলী বাদি হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। দুই মাস পর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। শহীদ আবু সরোয়ার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও টানা জিজ্ঞাসাবাদেও একপর্যায়ে আনোয়ার হত্যার বিষয়টি স্বীকার করেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ, ধারদেনা ও পারিবারিক অশান্তিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আনোয়ার। এসবের ধারাবাহিকতায় তাঁর পুত্র শিশিরের হাতে মারধরের শিকার হওয়ার পর ক্ষুব্ধ আনোয়ার পিতাকে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক গোপন কথা বলার জন্য বাবাকে গোরস্থান সংলগ্ন ঘটনাস্থলে নিয়ে পেছন থেকে আঘাত করেন। পরে মৃত্যু নিশ্চিত কওে পালিয়ে যান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন