বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সূর্যগ্রহণের বিকিরণে অন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন, যা বলল নাসা

সূর্যগ্রহণের বিকিরণে অন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন, যা বলল নাসা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও মেক্সিকোর কিছু অঞ্চলে চলছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সোমবারের (৮ এপ্রিলের) সূর্যগ্রহণ দেখতে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হন। এই সূর্যগ্রহণের কথিত বিকিরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাদের শঙ্কা সূর্যগ্রহণের বিকিরণের কারণে ক্ষতিকারক রশ্মি তৈরি হয়। যেগুলোর প্রভাবে সাধারণ মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।সূর্যগ্রহণের সময় সূর্যের সামনে দিয়ে চাঁদ অতিক্রম করে। এতে করে পৃথিবীতে আসা সূর্যের আলো চাঁদের কারণে ঢাকা পড়ে এবং যেখান থেকে সূর্যগ্রহণ দেখা যায় সেসব অঞ্চল কিছু সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পূর্ণ সূর্যগ্রহণের সময় শুধুমাত্র সূর্যের বাইরের অংশ দেখা যায়। যা করোনা নামে পরিচিত। নাসা জানিয়েছে, যখন চাঁদ সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের বাইরের অংশ করোনা ইলেকট্রোম্যাগনেটিক নির্গত করে। কিন্তু এটি মানব জাতির ওপর কোনো প্রভাবই ফেলে না। এ ব্যাপারে সংস্থাটি বলেছে, “করোনার আলো সূর্যের আলো থেকে কয়েক মিলিয়ন গুণ দুর্বল হওয়ায়, এটির আলো মহাকাশের ১৫০ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ঘন বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারবে না এবং কাউকে অন্ধ করে দিতে পারবে না।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন