রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ আদায়

উলিপুরে বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ আদায়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে অতি তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনু্ষ্িঠত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল ঈদগাহ্ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। মাও. মিনহাজুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীরা। নামাজে অংশ নেওয়া আব্দুল আউয়াল, আক্কাছ আলী, মোজাফ্ফর আলীসহ কয়েকজন মুসল্লী জানান, টানা কয়েকদিনের প্রচ- দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারনে জীবিকা নির্বাহের তাগিদে বাহিরে বের হতে পারছে না শ্রমজীবি মানুষেরা। বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়। নামাজের ইমাম চিলমারী রাজারভিটা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম বলেন, ‘প্রচ- দাবদাহ থেকে মুক্তি পেতে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়। মূলত এটি সুন্নতি আমল। এ নামাজ ঈদের নামাজের মতো। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। তারপর আল্লাহ দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন