বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১০ জুয়াড়ী গ্রেফতার 

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১০ জুয়াড়ী গ্রেফতার 
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১০ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অাগস্ট) বিকেলে এক তথ্য বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।
তিনি জানান, বুধবার (৯ অাগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উলিপুর উপজেলার  নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  সাহেবের আলগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামে জুয়া খেলারত অবস্থায় ১০ জুয়াড়ীকে গ্রেফতার সহ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করে।
গ্রেফতাকৃতরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দই খাওয়ার চর এলাকার মোঃ শফি আলম (২৫), মোঃ সুজন মিয়া (৩৩), মোঃ জিয়ারুল হক (২৯), মোঃ শাহাব উদ্দিন (৩০), মোঃ নুরুজ্জামান শেখ (৪০), মোঃ আজাদ (৩০), মোঃ আদম আলী (৩৮), মোঃ মাইদুল ইসলাম (৪০), মোঃ জহুরুল ইসলাম (৩৮) এবং মেকুরের আলগা গ্রামের মোঃ আশাদ খাঁ (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়ীদের গ্রেফতার করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন