উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবে এক শিশু নিহত
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় আয়শা খাতুন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডুবে যাওয়া নৌকায় ২৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ৮ জন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলেনি।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ জন যাত্রী নিয়ে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা নদী সাঁতরে পার হতে পারলেও ৭ থেকে ৮ জন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। নৌকাডুবির ঘটনায় বজরা গ্রামের জয়নালের আড়াই বছরের আয়শা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের কাছ থেকে শুনেছি, এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৮ জন। তবে আমরা নিশ্চিত নই।