হোমনায় তিতাস নদীতে ২০ হাজার পোনামাছ অবমুক্ত
মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় তিতাস নদীতে বিভিন্ন জাতের ২০ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার লাকসাম উপজেলার আমদুয়ার গ্রামের বাসিন্দা মাওলানা রফিকুল ইসলাম আফসারী ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে তিতাস নদীর হোমনা লঞ্চঘাট, দুলালপুর ঘাট,ঘাগুটিয়া ঘাট ও আলীপুর ঘাটে এসব পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ছন্দুু হোটেলের মালিক হাজ্বী ইকবাল আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম সুরক্ষা হাসপাতালের মালিক আছাদুজ্জামান ভুট্টুসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমন্য ব্যক্তিবর্গ।
এ সময় বর্তমানে নেট জগতের ভাইরাল বক্তা কুমিল্লার কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম আফসারী বলেন, আমরা এখন আর নদীতে জাল ফেললেই মাছ পাই না। দিন দিন দেশের নদীগুলো মাছ শূন্য হয়ে যাচ্ছে। দেশের আমিষের ঘাটতি পূরণ করতে আমার এই ক্ষুদ্র চেষ্টা। আমি গত ৫ বছর যাবত দেশের বিভিন্ন নদী ও উন্মুক্ত জলাশয়ে সাধ্যমত পোনামাছ অবমুক্ত করে আসছি। এবং যত দিন বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ আমাকে দিয়ে এ কাজটি জারি রাখেন।
তিনি নদীতে মাছের উৎপাদন বাড়াতে অপ্রাপ্ত বয়স্ক ও ডিমওয়ালা মাছ কেনা-বেচা ও খাওয়া থেকে বিরত থাকার জন্য এবং সকলকে বছরে অন্তত ১ কেজি বা আধা কেজি করে পোনামাছ অবমুক্ত করার আহবান জানান।
পরে তিনি উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন।