রাস্তায় গর্তের জন্য হাজারো মানুষের চলাচলের দুর্ভোগ
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে রাস্তায় একটি গর্তের জন্য হাজারো মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরে জমিনে দেখা যায়, পশ্চিম নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে বাঁধে যাওয়ার পথে তৌহিদুলের বাড়ীর সন্নিকটে রাস্তার মাঝে একটি বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে। কাঁচা এ সড়কটির মাঝ বরাবরে মিনি পুকুরের মত গর্তের কারণে প্রতিদিন গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষকে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানা যায়,প্রথমে পাইপ দিয়ে বাড়ীর পানি নামতে নামতে রাস্তাটি ভেঙ্গে ছোট গর্তের সৃষ্টি হয়। এরপর বৃষ্টির পানি এই পথ দিয়ে নেমে নেমে মাটি সরে গিয়ে মিনি পুকুরে পরিণত হয়েছে। এলাকাবাসী জানায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলে বতর্মানে রাস্তার মাঝ বরাবরে এমন গর্তের সৃষ্টি হত না। স্থানীয়রা, পথ চলাচলের দুর্ভোগ নিরসনের জন্য এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য সহ সকল রাজনৈতিক ব্যক্তিগণের সুদৃষ্টি কামনা করেছেন।