রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ ইউনিয়ন
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন হলরুমে এ সভা হয়।মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ রুহুল আমিন,প্রধান শিক্ষক মোর্শেদা আকতার,মীরগঞ্জ ইউনিয়নের সচিব মানিক চন্দ্র রায়,ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা বেগম,রওশন আরা বেগম,ইউপি সদস্য মিজানুর রহমান,এনামুল হক,রফিকুল ইসলাম,গোলাম রব্বানী,সাংবাদিক রবিউল ইসলাম রাজ,যুব নেটওয়ার্ক কর্মী পিংকি আক্তার, ইউএসএস এর মনিটরিং ইভেলুয়েশন কো-অর্ডিনেটর জিয়াউর রহমান,টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন,ইউএসএস এর ফেসিলি টেটর গীতা রাণী রায়,আল আমিন সহ ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ প্রমূখ।সভায় বক্তারা বলেন,সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব পালন করতে হবে। বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে আগামী তিন মাসের মধ্যে দু’টি কর্মসূচি গ্রহণ করেছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন