রাজারহাটে ৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক-১
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে চার কেজি গাঁজাসহ ইউসুফ আলী (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রাজারহাট থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার ২২ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মিজান ও এস,আই অনিল চন্দ্রসহ একটি সঙ্গীয় ফোর্স রাজারহাট বাজারের নিউ রাধুনি হোটেলের সামন থেকে ৪কেজি গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। মাদক কারবারি ইউসুফ আলী উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহিল জামান বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।