শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পলাশবাড়ীতে ৯ জন  মোটরসাইকেল চোর গ্রেফতার 

পলাশবাড়ীতে ৯ জন  মোটরসাইকেল চোর গ্রেফতার 
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে  আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৯ জন সদস্য কে গ্রেফতার  ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে৷
গাইবান্ধা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা গত ৩০ আগস্ট ২০২৩ ইং পলাশবাড়ী পৌর শহড়ের পলাশবাড়ী এসএম হাইস্কুল মার্কেট এর  আল মদিনা কাপড়ের দোকানের সামনে হইতে  একটি টিভিএস ব্রান্ড এ্যাপাসি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল চুরি করিয়া লইয়া যায়। চুরির অভিযোগ পাইয়া এফ আই আর নং-২০/২১৫, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৩; জি আর নং-২১৫, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রজু করেন।
এ মামলা রুজুর পর থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে  থানা পুলিশের একটি চৌকশ দল  চুরি যাওয়া মোটরসাইকেল  চোর বা চোরদের গ্রেফতারের অভিযান করাকালে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে তদন্তে সন্দিহত আসামী ১। তাহসিন সরকার @ তাওহিদ (১৯), ২। জাহিদ হাসান (২০),৩। ফরহাদ ইসলাম (২৫) কে পলাশবাড়ী থানাধীন উদয় সাগর মৌজাস্থ গাইবান্ধা টু পলাশবাড়ী আঞ্চলিক সড়কের উপর হইতে গত ১৯ সেপ্টেম্বর রাত্রী ১২ টা ৫০  ঘটিকার সময় গ্রেফতার করে। প্রথম ধাপে গ্রেফতারকৃতরা তাহাদের প্রাথমিক জিজ্ঞসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তে সন্দিগ্ধ ধৃত আসামী ৪। মামুন সরকার (২৭), ৫। হৃদয় মন্ডল @ নুর ইসলাম (২৩), ৬। নাজমুল হক (২০), ৭। নয়ন সরকার (২০) কে পলাশবাড়ী থানাধীন শিবরামপুর মৌজাস্থ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেইটের সামনে হইতে গত ১৯ সেপ্টেম্বর রাত্রী ১ টা ২০ মিনিটের সময় গ্রেফতার করিয়া থানায় হাজির হয়। পরবর্তীতে উক্ত তদন্তে সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামীগণদের অত্র থানায় পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদে তদন্তে সন্দিগ্ধ আসামী জাহিদ হাসান এবং ফরহাদ ইসলাম জানায় যে, তাহারা অপরাপর তদন্তে সন্দিগ্ধ ধৃত আসামীগনের সহযোগিতায় মোটরসাইকেলটি চুরি করতঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানাধীন কোটপাড়া মৌজাস্থ শ্রী মন্টু পাল এর নিকট গত ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বিশ হাজার টাকার বিনিময়ে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি বিক্রয় করে।
ধৃত আসামীদ্বয়ের  তথ্যর ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া পলাশবাড়ী থানা পুলিশের একটি চৌকশ দল  ধৃত আসামী জাহিদ হাসান ও  ফরহাদ হোসেনকে সঙ্গে লইয়া চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার অভিযান পরিচালনার গত ১৯ সেপ্টেম্বর  তারিখে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানা লিশের সহায়তায় একই তারিখ ভোর ৫ টা ২০ মিনিটের সময় বালিয়াডাঙ্গী থানাধীন কোটপাড়া মৌজাস্থ তদন্তে  আসামী শ্রী মন্টু পাল এর নিজ বসতবাড়ী হইতে  গ্রেফতার করিয়া  চুরি যাওয়া মোটরসাইকেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ কালে ধৃত আসামী ০৮। শ্রী মন্টু পাল উল্লিখিত চুরি যাওয়া মোটরসাইকেলটি অপরাপর ধৃত আসামী জাহিদ হাসান ও ফরহাদ হোসেন এর নিকট হইতে বিশ হাজার টাকায় ক্রয় করিয়া বালিডাঙ্গি থানাধীন উদয়পুর মৌজাস্থ মোঃ মফিজুল ইসলাম এর নিকট ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করিয়াছে মর্মে স্বীকার করে। একই তারিখ ভোর ৫ টা ৫০ মিনিটের সময় ধৃত আসামী শ্রী মন্টু পাল এর তথ্যের  ভিত্তিতে বালিডাঙ্গি থানাধীন উদয়পুর মৌজাস্থ তদন্তে সন্দিগ্ধ আসামী ৯। মফিজুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া তাহাকে গ্রেফতার করে। এবং তাহার দেখানো মতে তাহার শ্বয়ন কক্ষ হইতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করে।
পরবর্তীতে পলাশবাড়ী থানার জিডি নং-৮৬৩, তারিখ ১৯/০৯/২০২৩ ইং মূলে দুপুর ২ টা ২০ মিনিটের সময় ধৃত আসামীগণ ও জব্দকৃত মালামালসহ থানায় আসিয়া হাজির করা হয়।  মামলাটির তদন্ত অব্যাহত আছে।
এ বিষয়টি নিশ্চিত করছেন পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন