বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে নিরাপদ মাছের আবাসস্থলের শুভ উদ্বোধন

পাঁচবিবিতে নিরাপদ মাছের আবাসস্থলের শুভ উদ্বোধন
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নিরাপদ মাছ চাষের আবাসস্থলের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার নাকুরগাছি এলাকায় ছোট যমুনা নদীর জলাশয়ে নিরাপদ মাছ চাষের অভয়াশ্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মাহমুদা খাতুন পপি। উপজেলা মৎস্য অফিসার মাহমুদা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে সরকার মাছের বংশ বৃদ্ধির লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় যমুনা নদীর জলাশয়ে মাছের জন্য নিরাপদ আবাসস্থল করা হলো। তিনি আরো বলেন, এখানে মাছ ধরা সম্পূর্ন নিষেধ ও দন্ডনীয় অপরাধ। আইন অমান্য করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের নির্দেশক্রমে যমুনা নদীর জলাশয়ের চারপাশ লাল পতাকা টাঁঙ্গিয়ে দেওয়া হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন