উঠানে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলায় পুকুরের ডুবে ইউসুফ আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির উঠানে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে শিশুটি মারা যায়।
নিহত ইউসুফ আলী গাড়ানাটা (রাইস মিল) মুছা আলীর ছেলে।
সোমবার (২৩ অক্টোরব) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাড়ানাটা (রাইস মিল) গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ইউসুফ আলী বাড়ির উঠানে খেলছিল সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে নিজেদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।এ ঘটনার সত্যতা স্বীকার করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল মন্ডল বলেন, ইউসুফ আলী নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে।