ওভাই-ওভাই একটা পেপার নে, আনোয়ারার মুখে শোনা যাবে না
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ‘ওভাই ওভাই একটা পেপার নে’ এই বলে গোটা শহরে ঘুরে ঘুরে খবরের কাগজ বিক্রি করত। তার মুখের সহজ সরল কথায় শত শত খবরের কাগজ বিক্রি হতো। সকাল বেলা খবরের কাগজ নিয়ে আর দোকানে দোকানে যাবে না আনোয়ারা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন দিনাজপুরের পার্বতীপুর শহরে নতুন বাজার এলাকার দোকান, বাসা বাড়ীতে খবরের কাগজ বিতরণ করতেন। গতকাল ২৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আনোয়ারা পৌর এলাকার পুরাতন বাজার (আব্বাসপাড়ায়) বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, স্বামী চলে যাওয়ার পর ১৯৯৫ সালে জীবিকার টানে পত্রিকা বিক্রি শুরু করেন। কাজটি কঠিন হলেও সেই সময় জীবিকা নামে বেসরকারী সংস্থা তার পাশে দাড়ায়। এর পর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পত্রিকা বিক্রির কমিশন দিয়ে চলত তার সংসার। দৈনিক নয়াদিগন্ত, প্রথম আলো, ভোরের কাগজ, দৈনিক কালবেলা, আজকের পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, দৈনিক করতোয়া, দেশ রুপান্তর, দিনকাল, দৈনিক সংগ্রাম, মানবকন্ঠ, যায়যায়দিন খবরের কাগজগুলো গ্রাহকদের নিকট সঠিক সময়ে পৌছে দিতেন। পত্রিকায় বিক্রেতা মোস্তাকিম জানান, আনোয়ারা একজন সৃজনশীল পত্রিকা বিক্রেতা ছিলেন। তিনি পত্রিকার গ্রাহক তৈরী করতে পারতেন এবং মানুষের সঙ্গে বিনয়ের সহিত কথা বলতো। সে সর্বোচ্চ পত্রিকা বিক্রি করতো। শ্রেষ্ঠ পত্রিকা বিক্রেতা হিসাবে সংবাদপত্রের এজেন্ট কর্তৃক বহুবার পুরস্কার লাভ করেছিলেন। তার মৃত্যুতে অনলাইন নিউজপোর্টাল মুক্তিনিউজ২৪.কম এর সম্পাদক মোস্তাকিম সরকার তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।