হোমনা পৌরসভার সকল পূজা মন্ডপে অনুদান প্রদানের ঘোষণা মেয়রের
মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদাতা
হোমনা পৌরসভার সকল পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌর মিলনায়তনে পৌরসভার সকল মন্ডপ কমিটির সভাপতি – সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়, সহসভাপতি যুগল কিশোর ভৌমিক, সাধারণ সম্পাদক রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ। জানাগেছে এবার পৌরসভার ১২ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।