রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল

‘নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে’-উপ-মহাপরিচালক

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উপ-মহাপরিচালক (খুলনা রেঞ্জ) শাহ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার সেনসহ অনেকে। এছাড়া স্বাগত বক্তব্য দেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। জেলা সমাবেশ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ সবদিকে আমাদের সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক পদমর্যাদা বাড়িয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। দ্রুতই ভিডিপি সদস্যদের বেতন বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, বাল্য বিয়ে ও নারী নির্যাতনরোধ, বিভিন্ন দুর্যোগ, শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের কল্যাণে অবদান রাখবেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন