শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বর্তমান সরকারের ব্যবস্থাপনায় টিসিবির পণ্যা,যেনো স্বল্প আয়ের মানুষদের জন্য সোনার হরিণ

বর্তমান সরকারের ব্যবস্থাপনায় টিসিবির পণ্যা,যেনো স্বল্প আয়ের মানুষদের জন্য সোনার হরিণ

এন,এম,সজীব: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নে ২ হাজার ২শত উপকাভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম (বিতারণ) করা হয়েছে।  আজ- (৮ অক্টোবর) রবিবার: সকাল সোয়া ১১টায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক মন্ডল।

চেয়ারম্যান আঃ মালেক মন্ডল জানান,৪৭০ টাকায় মিলছে ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মশুর ডাল মোট ২২ শত সুবিধাভোগী ফ্যামিলি কার্ড ধারি পরিবার স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পারবে।

এসময় উপস্থিত ইউপি চেয়ারম্যান আঃমালেক মন্ডল,ইউপি সচিব মাসুদুর রহমান,ডিজিটাল সেন্টারের উদ্বোগতা মোছাঃ ফৌজিয়া আকতার,ইউপি সদস্য মোক্তার হোসেন,ইউপি সদস্য আজগর আলী,ইউপি সদস্য রবিউল ইসলাম,ইউপি সদস্য আজগার আলী,ইউপি সদস্যা ফেন্সিয়ারা,ইউপি সদস্যা আরিফুননা বেগমসহ স্থানীয় সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।

স্বল্পমূল্যে টিসিবি পণ্য ক্রয়ের জন্য পরিষদ চত্বরে শত শত লোকজনের ভিড় জমতে থাকে,ফ্যামিলি কার্ড সুবিধাভোগী লোকজনদের কাছে কিছু জানতে চাইলে ভ্যানচালক মোঃ রিপন মিয়া,অটোচার্জার চালক মোঃ শহিদুল, ভ্যানচালক মোঃ আলম,দিনমুজুর মোঃ রব্বান আলীসহ সাধারণ কিছু স্বল্প আয়ের লোকজন ও চুল কারখানায় খেটে খাওয়া মোছাঃ স্বপ্না,আম্বিয়া মমতাজ বেগম,মুর্শিদা খাতুন,উল্লেখ্য তাঁরা বলেন,বর্তমান নিত্য প্রয়োজনীয়, চাল,ডাল,তেলের যে দাম আমাদের মত মানুষেরা প্রতিদিনের আয় অনুযায়ী বাজারে গিয়ে এসব জিনিস কিনে খাওয়া সম্ভব নয়,সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক মন্ডল কে ধন্যবাদ জানাই তিনি আমার (আমাদের) মত গরিবের এরকম ব্যাবস্থা কার্ড করে দিয়েছেন বলেই আজ পরিবারের মুখে দুবেলা দুমুঠো ডাল-ভাত দিতে পারতেছি।

সর্ব সাধারণ মানুষ জানান,বর্তমান বাজারে পণ্যের দাম অনেক বেশি,এরই মধ্যে সরকারের এমন ব্যবস্থা সন্তোষজনক এই রকম কার্যক্রম অব্যাহত থাকায় আমাদের অনেক উপকার হচ্ছে।

পরিশেষে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক মন্ডল জানান,বর্তমান বাজারে পণ্যের দাম খুবই চড়া এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম (বিতরণ) করায় জনসাধারণ অনেক স্বস্তি পেয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ তিনি অসহায় গরিব নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য (বিতরণ) বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছেন। এই চলোমান মানবিক সহয়তা কার্যক্রম অব্যাহত রাখলে নিম্ন আয়ের মানুষদের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস ও আস্থা রাখি।

দিওড় ইউনিয়নের ২২ শত সুবিধাভোগী ফ্যামিলি কার্ডের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম (সরবরাহ) করছেন,মেসার্স ভাইবোন ট্রেডার্স চড়ার হাট নবাবগঞ্জ ও মেসার্স রাজিব এন্টারপ্রাইজ হোসেনপুর বিরামপুর।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন