রবিবার, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের যোগদান

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের যোগদান

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুর রহিম। গত রবিবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দ্বায়িত্বভার গ্রহণের শুরুতেই তিনি রংপুর জেলার বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকা ড. মোহাম্মদ হারুণ অর রশীদের স্থলাভিষিক্ত হন। ২০০৩ সালের ৩১ মে ২১-তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বেতারে যোগদান করেন তিনি। এরপর পর্যায়ক্রমে চাকরি জীবনে তিনি কক্সবাজার, রংপুর, খুলনা ও ঠাকুরগাঁও বেতারে এবং ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত রংপুর কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি পুণঃরায় রংপুর বেতারে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করলেন। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ত্রি-মোহনী এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুর রহিম ব্যক্তিজীবনে তিন কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এই প্রতিনিধির কাছে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, রংপুর বেতার হবে সকলের এবং রাগ-অনুরাগ, আবেগের উর্ধ্বে উঠে তিনি সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে কাজ করার পূর্ণ প্রত্যয় ব্যক্ত করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন