মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় হলের রিডিং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শেফা নুর ইবাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন।  শেফা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি মুকুল। তবে তার কারণ তিনি বলতে পারেননি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন