মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এইচএসসিতে খানসামার সেরা জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

এইচএসসিতে খানসামার সেরা জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

 মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার জমির উদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সদ্য প্রকাশিত এইচএসসি ফলাফলের দিক দিয়ে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্থান দখল করে নিয়েছে। এ কলেজে এবারের পাশের হার ৮৯.২৩। জিপিএ-৫ পেয়েছে দুইজন। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎফুল্ল। এ ফলাফল ভবিষ্যতে উৎসাহ যোগাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস। রবিবার (২৬ নভেম্বর) সারা দেশব্যাপী এইচএসসি-২০২৩ এর পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.শাহরিয়ার জামান শাহ্ নিপুন বলেন, এবার এইচএসসিতে আমাদের প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর এরমধ্যে পাশ করেছে ১১৬ জন ও অকৃতকার্য করেছে ১৪ জন। তিনি আরোও বলেন,আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে উপজেলায় সেরা হওয়া গৌরব অর্জন করায় আমি আনন্দিত। সামনের দিকে আরো ভালো ফলাফল করার প্রত্যাশা করছি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন