বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার।। কুয়াকাটায় ১৩ জেলে আটক,  জাল ও ট্রলার জব্দ।। 

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার।।  কুয়াকাটায় ১৩ জেলে আটক,  জাল ও ট্রলার জব্দ।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে  ৬৫ দিনের  নিষেধাজ্ঞা অমান্য  করে  মাছ শিকার করায় একটি নামবিহীন ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

বৃহস্পতিবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পূর্ব দিকের গভীর সমুদ্র থেকে কুয়াকাটা নৌ পুলিশের টহল দলের তাদের আটক করে।  এসময় জেলেরা তাদের ধরা মাছ নৌ পুলিশের সামনেই সাগরে ফেলে দেয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ২০ মে থেকে সমুদ্রে ৬৫ দিন মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা শুরুর পর থেকে তারা সাগরে টহল জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ টার দিকে সাগরে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেন। জব্দ করেন জাল ও ট্রলার। আটক জেলেরা কলাপাড়ার বিভিন্ন গ্রামের।  তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন