বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর উদ্বোধন 

দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর উদ্বোধন 
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে।
চলতি মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান ও ৪৭ টাকা কেজি দরে ১৭ হাজার ৯৯১ মেট্রিক টন ধান, ৫২ হাজার ৮৭৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১৩ হাজার ৮০৬ মেট্রিক টন আতপ চাল, সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর।
   রোববার (১৭ নভেম্বর) বিকেলে পুলহাট এলএসডি খাদ্য গোডাউন প্রাঙ্গণে ভার্চুয়ালি ঢাকা থেকে সারা দেশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান এর সভাপতিত্বে
অনুষ্ঠানের ধারাবাহিকতায় অপরদিকে দিনাজপুর প্রান্তে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, খাদ্য  মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু নাসার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূর-এ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, পুলহাট এল এস ডির ভারপ্রাপ্ত ওসি এলএস ডি ভবতোষ  রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন