সরকারি চাকরির খবর বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৭৮ জন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে ৭৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
এক নজরে বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: বন অধিদপ্তর
পদের সংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ৭৮ টি
পদের নাম: ফরেস্টার
পদসংখ্যা: ৭৮টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি
উচ্চতা: ১৬৩ সে.মি ও বুকের মাপ ৭৬ সে.মি.
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা
এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি/সাবট্রেজারি বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ২০০ টাকার ট্রেজারি চালানের মূল কপি আবেদন ফরমের সাথে অবশ্যই জমা দিতে হবে।
যেসব জেলার প্রার্থীগণের আবেদনের প্রয়োজন নেই: ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগরাছড়ি, রাঙ্গামাটি, খুলনা, ঝালকাঠী, পিরোজপুর ও পটুয়াখালী জেলা। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২৪