পীরগঞ্জে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদের মৃত্যুবার্ষিকী পালন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
নানা আয়োজনে রংপুরের পীরগঞ্জে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায়ত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলে বৃহস্পতিবার সকালে ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধানিবেদন করা হয়।
প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা সহকারি কমিশনার তকি ফয়সাল তালুকদার, থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মি চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আরো অনেকে।