বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় দুর্যোগে করণীয় বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।। 

কলাপাড়ায় দুর্যোগে করণীয় বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগকালীন সময়ে দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী বিষয়ে করণীয় ও ঝুঁকিপূর্ণ মানুষকে দুর্যোগে আরও সচেতন করতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার   সকাল ১১ টা থেকে কলাপাড়া পৌর শহরের  শেখ কামাল অডিটরিয়ামে ওয়ার্ল্ড কনসার্ন              (বাংলাদেশ)  এর উদ্যোগে  পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন   হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, সিসিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামাম খান, বালিয়াতলি  ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ,নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মিয়া, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম,  উপসহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান প্রমূখ ।

উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার (ডি.আর.আর) পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস সহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় কলাপাড়া উপজেলার বালিয়াতলি, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের জনপ্রতিনিধি , ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির  সভাপতিগন, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি  কর্মশালায় অংশগ্রহন করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন