কমলগঞ্জে আসিদ আলী চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে আসিদ আলী চেয়ারম্যান আন্তঃ চা বাগান আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মাধবপুর ইউনিয়নের পার্থখলা চা বাগানের মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে ভার্চ্যয়ালি ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়র পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানটি স্থানীয় হাজার হাজার দর্শক উপভোগ করেন।