পাঁচবিবিতে বোরো ধান চাল গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বোরো ২০২৪ মৌসুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল,উপজেলা এল,এস,ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহানাচ পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী,শরিফুল ইসলাম বাবু ও নবিবুল ইসলাম প্রমুখ। উপজেলা এল,এস,ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহানাচ পারভীন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার জানান,চলতি বছর কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৩৯ মেট্রিকটন ধান, ৪৫ টাকা কেজিতে প্রায় ৭ হাজার ৩’শ চাল ও ৩৪ টাকা দরে ১৮৮ মেট্রিকটন গম ক্রয় করা হবে। সারাদেশে গত ৭ মে থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে ।