মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সম্প্রতি চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর একটি বিজ্ঞপ্তি সামাজক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরপরই বিষয়টি রজরে আসে শিক্ষা মন্ত্রণালয়ের।

শুক্রবার (৩১ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে তা ভুয়া।

তিনি বলেন, পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়ে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ, গত ৩০ মে একটি ভুয়া বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে স্মারক নং: ঢাবো/পানি/৪০৪ দিয়ে বলা হয়, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের ওপর ভিত্তি করে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শীঘ্রই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন