বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারে পুলিশর দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্টিত

মৌলভীবাজারে পুলিশর দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ডিল শেডে জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সপ্তাহব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। এসময় সুদর্শন কুমার রায় বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণকে স্মার্ট পুলিশিং সেবা প্রদানের লক্ষ্যে ধারাবাহিকভাবে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন