বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দেবের হ্যাটট্রিক

দেবের হ্যাটট্রিক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গণনার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও পরে তা পরিবর্তন হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়। এবার জিতে হ্যাট্রিক চমক দেখিয়েছেন অভিনেতা দীপক অধিকারী দেব। পশ্চিবঙ্গে ঘাটাল আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

 

সূত্রের খবর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নায়ক হিরণ পেয়েছেন ৬ লাখ ৪৯ হাজার ৪৪৩ ভোট।
আর দেব পেয়েছেন ৮ লাখ ৩১ হাজার ৫৩৩ ভোট।

 

ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১৪ এবং ২০১৯ ঘাটাল থেকে জিতেছেন দেব। গত বারের ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হেরেছিলেন তার কাছে। এবার ঘাটালে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়েছিল বিজেপি। দেবের বিরুদ্ধে তারা দলের অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল।  তবে সে চেষ্টায় বিজেপি ব্যর্থ। হিরণকে বড় ব্যবধানে হারিয়েই তিনি হ্যাটট্রিক করলেন।

 

নায়ক হিরণ রাজনীতির ময়দানে বেশ ‘আগ্রাসী’ ছিলেন। দুর্নীতি থেকে সন্ত্রাস, প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল। লোকসভা ভোটের প্রচারে সেই স্বর এতটাই চড়া ছিল যে, ভোটপ্রচারের শেষ পর্যায়ে এসে দেবকেও বলতে হয়েছে, ‘অনেক হয়েছে। সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে!’ এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবেই আস্থা রাখলেন ঘাটালের মানুষ। ঘাটালে ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব। হিরণ পেয়েছেন ৪০ শতাংশের মতো।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন