আওয়ামী লীগের সম্পাদকম-লীর সভা রোববার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আগামীকাল রোববার (১৪ মে) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি- ৫১/এ, সড়ক ৩/এ, ধানমন্ডি, ঢাকা) বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।