ভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে সভা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মাকসুদা আজিজ ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলার শিক্ষক সংগঠন সম্মিলিত শিক্ষক পরিষদ ও মাকসুদা আজিজ ফাউন্ডেশন যৌথভাবে ‘শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার প্রধানরা অংশগ্রহণ করেন।
সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. বাবুল আক্তার এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে মতামত ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে মাকসুদা আজিজ ফাউন্ডেশনের আহ্বায়ক ডাক্তার মো. মেফতাউল ইসলাম মিলন, বলদিয়া কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।