বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে কাজে যোগদানের নির্দেশ আইজিপির

২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে কাজে যোগদানের নির্দেশ আইজিপির

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি।

 

তিনি বলেন, আগামীকালের মধ্যে স্ব স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে। এ সময় তিনি যারা এখনো কর্মস্থলের বাইরে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, আমরা কিন্তু বসে নেই। কাজ করছি। অনেকে নিহত আহত হয়েছেন।

 

আইজিপি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসকল হত্যা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নতুন পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

 

অপেশাদার, উচ্চাবিলাশী অফিসারদের কারণে নীতিমালা অনুসরণ না করা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় সকল পুলিশ সদস্যের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

 

তিনি বলেন, আমাদের রাজারবাগ, সদর দফতর, সকল মেট্রোপলিটন ও জেলার সকলকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন