বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জয় উৎসর্গ শান্তর, প্রাইজমানি বন্যার্তদের দিলেন মুশফিক

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জয় উৎসর্গ শান্তর, প্রাইজমানি বন্যার্তদের দিলেন মুশফিক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের ঐতিহাসিক জয়কে দেশে সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি উৎসর্গ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ম্যাচসেরা মুশফিকুর রহিম তার প্রাইজমানির অর্থ দিলেন বন্যার্ত মানুষদের।

জয়টি ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি উৎসর্গ করে বাংলাদেশ দলনায়ক শান্ত বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি এই জয়টি উৎসর্গ করছি আমরা।’

নিজের জন্মদিনে পাওয়া জয় নিয়ে তিনি বলেন, ‘জয়ের জন্য আলহামদুলিল্লাহ। এটা বিশেষ এক জয়। গত রাতে আমি স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। সে বলছিল, আগামীকাল (আজ) তুমি যদি জয় পাও তবে দিনটি খুব ভালো হবে। আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, ম্যাচটি জিতেছি। এটা আমাদের ঐতিহাসিক দিন। এটা বিরাট এক জয়।’

বাংলাদেশ দলনায়ক বলেন, ‘আমরা কখনো জিতিনি, তবে এই সিরিজ শুরুর আগে বিশ্বাস ছিল যে, আমরা এবার জিততে পারি। শুধু আমি নই, দলের প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল এবং তারা প্রত্যেকে নিজের সামর্থ্যও দেখিয়েছে। আমি সবার জন্য গর্বিত। বিশেষ করে, গত ১০-১৫ দিন আমরা একত্রে কঠোর পরিশ্রম করেছি। সে কারণেই আজ জিতলাম।’

বোলিং নিয়ে তিনি বলেন, ‘সিমাররা ভালো বল করেছে। সাকিব ও মিরাজ দুজনই অভিজ্ঞ এবং জানে কীভাবে সঠিক লেংথ ও লাইনে বল করতে হয়। তারা দুজনই দক্ষতা পুরোপুরি মেলে ধরতে পেরেছেন। আশাকরি তারা তাদের ফর্ম ধরে রাখবেন।’

ম্যাচসেরা মুশফিকুর রহিমকে নিয়ে শান্ত বলেন, ‘গত ১৫-১৭ বছর ধরে তিনি একইভাবে নিজেকে তৈরি করেছেন ও প্রতিদিন নিজের কাজটি করেন। একই কাজ বারংবার করতে গিয়ে তাকে কখনো ক্লান্ত মনে হয়নি। এই গরমের মধ্যে তিনি যেভাবে ব্যাটিং করে গেছেন, তার কারণেই আমরা হয়তো জিতেছি। অবশ্য আমি ১৫ জনকেই কৃতিত্ব দিতে চাই। তাদের সবার কঠোর পরিশ্রমে আমরা এই জয় পেয়েছি।’

এদিকে, এই ইনিংসটাকে ক্যারিয়ারের অন্যতম ‘সুন্দর’ হিসেবে উল্লেখ করে মুশফিক বলেন, ‘সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। সত্য বলতে কী, এটা আমার অন্যতম সেরা ইনিংস। কারণ, আপনারাই জানেন, বিদেশে আমরা খুব একটা ভালো করিনি।’

এ সময় তিনি ম্যাচসেরা হিসেবে পাওয়া প্রাইজমানির অর্থ দেশে বন্যার্ত মানুষকে দেয়ার অঙ্গীকার করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন