ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ অনুষ্ঠিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : গণহত্যাকারীদের পতনে আহত ও নিহত ভাইদের স্মরণে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলার শাখার উদ্যোগে মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। এ সময় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহত ভাইদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে স্বাধীন, আরিফুল, বাধন, সবুজ, তাজুল ইসলাম সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।