বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সুবর্ণচরে  যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

সুবর্ণচরে  যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত
নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর)  সকালে সুবর্ণচর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভুঁইয়ার হাট বাজার মাদ্রাসা সড়কে অবস্থিত  সুবর্ণ স্পোটিং ক্লাবে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল আলম শামীম, সদস্য সচিব তানভীর, সুবর্ণচর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সুবর্ণ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবদুল আজিজ সহ যুবদলের ভিবিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের জনসেবার উদ্দেশ্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়েছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসহায় মানুষের উপকারে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবো।
উক্ত মেডিকেল  ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করেছে কিংস ডায়াগনস্টিক সেন্টার। ক্যাম্প থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য অসুস্থ রোগী চিকিৎসা সেবা গ্রহণ এবং ঔষুধ সংগ্রহ করেছেন। উপজেলা যুবদলের এমন মহৎ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় সেবা প্রত্যাশী রুগি ও স্বজনেরা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন