পার্বতীপুরে শীতবস্ত্র বিতরণ
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচণ্ড শীত। তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে। প্রচণ্ড শীতে কাহিল মানুষ। এমন সময় ঢাকায় বসবাসকারী পার্বতীপুরের সংগঠনটি পার্বতীপুরের ৫ টি এতিমখানা ও মাদরাসায় শীতবস্ত্র পৌঁছে দিয়েছে। গতকাল রবিবার ফকিরবাজারের আঞ্জুমান তারাক্কিই মাদ্রাসা ও এতিম খানা, হুগলিপাড়ার মুহিউ সুন্নাহ হাফিজিয়া কারিমিয়া মাদরাসা ও এতিম খানা, সরকারপাড়ার আলহাজ্ব মনসুর আলী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা, নতুন বাজারের পার্বতীপুর এতিমখানা ও দারুলউলুম কাওমি মাদরাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক এ টি এম তারিকুল আলমের ভাষ্য, আমরা ঢাকায় বসবাসকারী পার্বতীপুরবাসী নিজের জন্মভূমির মানুষদের জন্য সবসময় কিছু করার তাগিদ অনুভব করি। এই তাগিদেই বরাবরের মতো এবারেও পার্বতীপুরের এতিম শিশু ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, রুবায়েত কবির রূপক, তানভীর আহামেদ রানা, কাওছার আহমেদ, আবুল কালাম আজাদ, রেজওয়ান চৌধুরী পাভেল, শমশের আলীসহ সদস্যরা।