বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে শীতবস্ত্র বিতরণ

পার্বতীপুরে শীতবস্ত্র বিতরণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।

উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচণ্ড শীত। তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে। প্রচণ্ড শীতে কাহিল মানুষ। এমন সময় ঢাকায় বসবাসকারী পার্বতীপুরের সংগঠনটি পার্বতীপুরের ৫ টি এতিমখানা ও মাদরাসায় শীতবস্ত্র পৌঁছে দিয়েছে। গতকাল রবিবার ফকিরবাজারের আঞ্জুমান তারাক্কিই মাদ্রাসা ও এতিম খানা, হুগলিপাড়ার মুহিউ সুন্নাহ হাফিজিয়া কারিমিয়া মাদরাসা ও এতিম খানা, সরকারপাড়ার আলহাজ্ব মনসুর আলী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা, নতুন বাজারের পার্বতীপুর এতিমখানা ও দারুলউলুম কাওমি মাদরাসায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক এ টি এম তারিকুল আলমের ভাষ্য, আমরা ঢাকায় বসবাসকারী পার্বতীপুরবাসী নিজের জন্মভূমির মানুষদের জন্য সবসময় কিছু করার তাগিদ অনুভব করি। এই তাগিদেই বরাবরের মতো এবারেও পার্বতীপুরের এতিম শিশু ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, রুবায়েত কবির রূপক, তানভীর আহামেদ রানা, কাওছার আহমেদ, আবুল কালাম আজাদ, রেজওয়ান চৌধুরী পাভেল, শমশের আলীসহ সদস্যরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন