বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

ডোমারে জাতীয় গোল্ডকাপ টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ডোমারে জাতীয় গোল্ডকাপ টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
ডোমার( নীলফামারী ) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে বালক অনুর্দ্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ই জানুয়ারী ঐতিহ্যেবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টূর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, ডোমার থানার এসআই কাজল কুমার রায়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলনসহ ক্রীড়া অঙ্গনের সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন বনাম ডোমার পৌরসভা একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন। পৌরসভার পক্ষে আকাশ, শাকিল ও সহাদেবের গোলে জোড়াবাড়ী ইউনিয়ন ৩-১ ব্যবধানে পরাজিত হয় ডোমার পৌরসভা একাদশের কাছে।
উদ্বোধনী খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কবির হোসেন, এবং সহকারী রেফারি হিসেবে আবু বক্কর সিদ্দিক ও জিয়াবুল হক ফারুক।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন