বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

ফুলবাড়ীতে মাটি ভর্তি ট্রলি চাপায় শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে মাটি ভর্তি ট্রলি চাপায় শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালো মেশিন চালিত মাটি ভর্তি ট্রলি চাপায় সোহাগ হাসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২১জানুয়ারী)  বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের চন্দ্রখানা-চিনাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হাসান ওই গ্রামের বিপ্লব হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ী সংলগ্ন রাস্তার পাশে খেলছিল শিশু সোহাগ। এ সময় দ্রুতগামী একটি মাটি ভর্তি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশু সোহাগ। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন