মোকামতলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মোকামতলা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শামছুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের কেয়ারটেকার মাও: রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য বেলাল হোসেন ও সাজেদুর রহমান জুয়েল।
ইফতার মাহফিলে মোকামতলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হায়দার আলী, সেক্রেটারি সানাউল্লাহ, রোকন আলী মর্তুজা, তাইজুল ইসলাম,শফিকুল ইসলাম,আব্দুর রাজ্জাক,নুরুল আলম, ইসলামী ছাত্র শিবির মোকামতলা ইউনিয়ন শাখার সভাপতি সাবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জামায়াত নেতা, আল আমিন, ইউসুফ আলী, মামুনুর রশিদ, আব্দুল আওয়াল,শামীম হোসেন, বোরহান আলী, খোবাইব হোসেন,ইসহাক আলী,নুরনবীসহ সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ নেন।