বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে

নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে
ফরহাদ খান, নড়াইলনড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিচারক শারমিন নিগার শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন। পৃথক দু’টি মামলায় এ দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এদিকে, আদালত থেকে কারাগারে নেয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন